সিডনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে বিডি হাব
 প্রকাশিত: 
 ২৩ ফেব্রুয়ারি ২০২১ ২২:১৮
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৭:০৩
 
                                
প্রভাত ফেরী: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে বিডি হাবের সভাপতি আবুল সরকার এবং সাধারন সম্পাদক আব্দুল খান রতনের আহ্বানে নব্যাপী কর্মসূচী পালিত হয়।


এ দিবস উপলক্ষে প্রভাত ফেরাতে অংশ গ্রহন করে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল,অস্ট্রেলিয়া, মুক্তিযোদ্ধা পরিষদ, মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্বেলটাউন, বঙ্গবন্ধু পরিষদ, অস্ট্রেলিয়া, মহিলা আওয়ামী লীগ, সাংস্কৃতিক সংগঠন বাসভূমি, সিডনি বেঙ্গলি কমিউনিটি, আমাদের কথা, স্থানীয় ব্যবসায়িক সংগঠন, অজবাংলা কমিউনিটিসহ বিভিন্ন সামাজিক সংগঠন। প্রভাতফেরী শেষে মিন্টো এরিকা লেনে প্রতিষ্ঠিত অস্থায়ী মনুমেন্টে সবাই পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে ২১ এর ভাষা শহীদদের স্মরণ করেন।



এই সমস্ত সংগঠনের পক্ষে আলোচনায় অংশগ্রহন করেন এ্যাডভোকেট সিরাজুল হক, পি এস চুন্নু, মনিরুল হক জর্জ, মিজানুর রহমান তরুন, রফিক উদ্দিন, আবুল সরকার, আব্দুল খান রতন, আকিদুল ইসলাম, জাকির হোসেন, কাশফি আহাম্মেদ, আশিকুর রহমান এ্যাশ, কবির হোসেন প্রমুখ।
বিশিষ্টজনদের উপস্হিত ছিলেন এনাম হক, ড: রফিকুল ইসলাম, ড: খায়রুল চৌধুরী, মো: শফিকুল আলম শফিক, মোবারক হোসেন, সেলিমা বেগম, বিলকিস জাহান, সাথী খান, পূরবী পারমিতা বোস, ইয়াসমিন হক, মো: মামুন, আভা ইসলাম, সুমি ইসলাম, আবদুস সোবাহান, মন্জুরুল ইসলাম, মিলি ইসলাম, এমদাদুল হক, হ্যারী অধিকারী, মেহেদী হাসান কচি, আবুল বাশার খান রিপন, কামাল পাশা, মোহাম্মাদ টিপু, নীরব, শওকত প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগীত পরিবেশন করেন বিশিষ্ট মুক্তিযাদ্ধা জনাব মিজানুর রহমান তরুন, ইয়াসমিন হক, রানা ভাই। কবিতা আবৃত্তি করেন, আকিদুল ইসলাম, ড: মলয় এবং পৃথিবী।
বিষয়: সিডনি অস্ট্রেলিয়া

-2020-03-12-16-58-04.jpeg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: