ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের আনন্দ ভ্রমণ
প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৩৯
আপডেট:
৪ ডিসেম্বর ২০২৪ ২৩:৫২
কর্ম-ব্যস্ততার ফাঁকে প্রবাসে আনন্দ বিনোদনের প্রত্যাশায় ভ্রমণ করেছেন ইতালির ভিচেন্সা প্রবাসী বাংলাদেশিরা।
রোববার (২৫ আগস্ট) বাংলাদেশ কমিউনিটি ভিচেন্সা সিটির আয়োজনে বোলজানোর লাগদি ব্রাইসে প্রবাসীদের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। এ আনন্দ ভ্রমণে কমিউনিটির নেতৃবৃন্দ, বাংলাদেশি ব্যবসায়ীসহ কয়েকশ প্রবাসী বাংলাদেশি অংশ নেন। এ সময় বুলজানোর লাগদি ব্রাইস যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়।
ভিচেন্সায় প্রবাসী বাংলাদেশিরা তিনটি বাসযোগে সকালে বোলজানের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তারা বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন এবং নানারকম বাংলাদেশি খেলায় মেতে উঠেন। আনন্দ ভ্রমণে ছিল বিদেশি খাবারসহ বাংলাদেশি বিশেষ খাবার রাখা হয়।
প্রবাসের মাটিতে সকল বাংলাদেশিরা একসঙ্গে হতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। ছোট বড় সবাই বেশ আনন্দের সাথে ভ্রমণ উপভোগ করেন।
আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি- ভিচেন্সা সিটির সভাপতি এমদাদুর রহমান চৌধুরী, সিনিয়র সহসভাপতি মো. কামরুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক তারেক আহমেদ, সাংগঠনিক সম্পাদক রনি শেখ, প্রচার সম্পাদক মাসুদ আলী, দপ্তর ও আইন সম্পাদক জাহাঙ্গীর হুসেন বাবলু, অর্থ সম্পাদক শিবলী সাদিক, ধর্ম সম্পাদক জামাল উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল হালিম, ক্রীড়া সম্পাদক মো. জামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক ও আপ্যায়ন সম্পাদক মো. মোবারক হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সহসভাপতি সেলিম হুসাইন, সহসভাপতি মইনুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, সহসাধারণ সম্পাদক মহিন উদ্দিন, সহপ্রচার সম্পাদক ইসমাইল হোসেন স্বপন, রাজিব চৌধুরী, কার্যকরী মো. মুরাদ, মতি, বশির, সফিকুর রাহমান, বিজয় বেপারী, উপদেষ্টা খান মাহমুদ, মজিবর রহমান চৌধুরী , জামাল উদ্ধিন এবং গিয়াস উদ্দিন। এছাড়া আনন্দ ভ্রমণে ভিচেন্সা কমুনের বসবাসকারী বাংলাদেশি পরিবারসহ কমিউনিটি ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বিষয়: বাংলাদেশি প্রবাসী ইতালি প্রবাসী
আপনার মূল্যবান মতামত দিন: