১৬ বছর পর আসছে ঈশিতার কণ্ঠের গান!


প্রকাশিত:
১১ অক্টোবর ২০১৮ ১০:৪৬

আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ০৪:৫৩

১৬ বছর পর আসছে ঈশিতার কণ্ঠের গান!

১৬ বছর পর আজ (১১ অক্টোবর) প্রকাশ হবে জনপ্রিয় তারকা ঈশিতার গানের ভিডিও ‘তোমার জানালায়’। সন্ধ্যা ৬টায় চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে ঈশিতার কণ্ঠে গাওয়া এই গান।



এ প্রসঙ্গে ঈশিতা বলেন, যেহেতু ১০-১২টা গান নিয়ে অ্যালবাম তৈরির কালচার নেই, তাই ভাবলাম একটি গান করি। গানটি করার পর ভাবলাম, এখন তো গানের ভিডিও লাগে! চেষ্টা করেছি গানে-গল্পে একটি অনুভূতির গল্প বলতে। আশা করছি গানটি সবার কাছে ভালো লাগবে।



‘তোমার জানালায়’ গানটির ভিডিও নির্মাণ করেছে রেদওয়ান রনির প্রতিষ্ঠান পপকর্ন। ভিডিওতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঈশিতা নিজেই। সঙ্গে দেখা যাবে আসাদুজ্জামান আসাদকে। গানটি লিখেছেন সোহেল আরমান আর সুর-সংগীতায়োজন করেছেন ইবরার টিপু।



সর্বশেষ ২০০২ সালের গানের অ্যালবাম প্রকাশ করেছিলেন ঈশিতা। গান ছাড়াও নাচ, অভিনয়, উপস্থাপনা সবকিছুই করতে ঈশিতা। তিনি বললেন, আগামীতে আমি গান এবং অভিনয় নিয়েই থাকতে চাই। কারণ বাকিগুলো করতে চর্চার প্রয়োজন। সেক্ষেত্রে সময়ও কুলিয়ে উঠতে পারিনা। তাই গান-অভিনয়েই মনোযোগ রাখতে চাই।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top