পরীমণির বাসায় চলছে র্যাবের অভিযান
প্রকাশিত:
৪ আগস্ট ২০২১ ২৩:৪৯
আপডেট:
৯ আগস্ট ২০২৫ ১১:৩৩

প্রভাত ফেরী: চিত্রনায়িকা পরীমণির বাসায় অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বিকেল ৪টার দিকে পরীমণির বাসায় অভিযানে যায় র্যাব।
পরীমণি এসময় ফেসবুকে লাইভে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেসময় তিনি টেলিফোনে সাংবাদিকদের তার নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কথা জানান। র্যাব সদস্যরা ঘরে ঢোকার পর তার লাইভ বন্ধ হয়ে যায়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরীমণির বাসায় অভিযান চালানো হচ্ছে।
পরীমণির বাসার বাইরে র্যাব ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে ভিড় করে উৎসুক জনতা।
বিকেল ৪টার দিকে সাদা পোশাকে থাকা র্যাব সদস্যরা বনানীতে পরীমণির বাসায় ঢোকার চেষ্টা করেন। লাইভে এসে পরীমণি জানান, পরিচয় নিশ্চিত হতে না পারায় তিনি বাসার দরজা খুলছেন না। বাসার নিচে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর সাড়ে চারটার দিকে তিনি দরজা খুলে দেন।
বিষয়: পরীমনি
আপনার মূল্যবান মতামত দিন: