মারা গেছেন বলিউডের স্বনামধন্য চলচ্চিত্র অভিনেতা মিথিলেশ চতুর্বেদী
প্রকাশিত:
৭ আগস্ট ২০২২ ১৬:৪৯
আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ০১:৫১

মারা গেছেন বলিউডের স্বনামধন্য চলচ্চিত্র অভিনেতা মিথিলেশ চতুর্বেদী। জানা গেছে, প্রবীণ অভিনেতা বুধবার সন্ধ্যায় লখনউতে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার বর্ষীয়ান অভিনেতার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন তাঁর জামাই আশিস চতুর্বেদী।
পরিবার সূত্রের খবর, কিছুদিন আগে প্রথম হার্ট অ্যাটাক হয় মিথিলেশের। সে সময় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। তারপর চিকিৎসকদের পরামর্শমতোই তিনি লখনউতে নিজের বাড়িতে বিশ্রামে ছিলেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু বুধবার ফের হৃদরোগে আক্রান্ত হন তিনি। এবারে আর তাঁকে বাঁচানো যায়নি।
তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। বলিউডে তাঁর সফর শুরু হয় ১৯৯২ সাল থেকে। বলিউডের অনেক চলচ্চিত্রেই তিনি অভিনয় করেছেন। বড় বড় অভিনেতাদের সঙ্গে পার্শ্ব চরিত্রে অভিনয় করে নজর কাড়েন তিনি।
এদিন মিথিলেশের জামাতা আশিস চতুর্বেদী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁর শ্বশুরের মৃত্যুর খবরটি জানিয়েছেন। এতেই খবরটি সবার নজরে পড়ে। তিনি বছরের পর বছর ধরে শ্বশুরের সঙ্গে কাটানো কিছু খুশির ছবি শেয়ার করে, একটি নোট লিখেছিলেন, যেখানে লেখা ছিল, ‘আপনি বিশ্বের সেরা বাবা ছিলেন। ’
মিথিলেশ চতুর্বেদী কয়েক দশক ধরেই বলিউডের বেশ কিছু সুপারহিট ছবিতে কাজ করেছেন। যার মধ্যে রয়েছে সালমান খানের সঙ্গে ‘রেডি’, হৃতিক রোশনের সঙ্গে ‘কোয়ি মিল গ্যায়া’, সানি দেওলের সঙ্গে ‘গদর এক প্রেম কথা’, ‘সত্য’, ‘বান্টি অউর বাবলি’, ‘কৃষ’, ‘তাল’, ‘অশোকা’, ‘ফিজা’ প্রভৃতি। এ ছাড়াও অভিনেতা মানিনি দের সঙ্গে ‘তাল্লি জোড্ডি’ শিরোনামের একটি ওয়েব সিরিজে কাজ করেছিলেন।
তাঁকে শেষ দেখা যাবে অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘Gulabo Sitabo’তে। যেখানে তিনি স্ক্রিন শেয়ার করেছেন অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানার সঙ্গে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: