বাংলাশিয়া 2.0 সিনেমা হলে দেখবেন: প্রবাসীদের উদ্দেশে নিরব
প্রকাশিত:
২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৪৫
আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ০৭:১৯

‘কেমন আছেন সবাই? আমি নিরব খুব ভালো আছি। ২০১৪ সালে আমি মালয়শিয়াতে ‘বাংলাশিয়া’ নামে একটি ছবিতে অভিনয় করেছিলাম। এই ছবিটির নাম এখন ‘বাংলাশিয়া 2.0’। এটা আমার প্রথম কোনও আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয়। আজ ২৮ ফেব্রুয়ারি ‘বাংলাশিয়া 2.0’ মালয়শিয়ার ১১১টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। আমি মালয়শিয়ায় অবস্থানরত সকল বাংলাদেশিকে আহ্বান করবো ছবিটি দেখার জন্য। আমি চেষ্টা করবো যেন বাংলাদেশেও সব নিয়ম মেনে ছবিটি মুক্তি পায়। সবাই আমার জন্য দোয়া করবেন। পাশে থাকবেন। শুভ কামনা রইলো।
বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় আরটিভি অনলাইনের পাঠকদের কথাগুলো বলছিলেন সুদর্শন চিত্রনায়ক নিরব। ‘বাংলাশিয়া 2.0’ ছবির প্রচারণায় এখন মালয়শিয়ায় অবস্থান করছেন তিনি।
‘বাংলাশিয়া’ ছবিতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন সিঙ্গাপুরের মুসলিম অভিনেত্রী আতিকা সোহাইমি। পরিচালনা করেছেন মালয়েশিয়ার নির্মাতা নেময়ুই।
দীর্ঘ ৫ বছর সেন্সর বোর্ডে আটকে থাকার পর গেল ১২ ফেব্রুয়ারি ‘বাংলাশিয়া 2.0’ ছবিটি মুক্তির জন্য সনদ পেয়েছে।
এর আগে গেল ২৬ ফেব্রুয়ারি ছবির প্রিমিয়ারে অংশ নেন নিরব। সেখানেও নিরবের অভিনয় প্রশংসিত হয়।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: