ঈদে নিরব-বুবলির ‘ক্যাসিনো’
প্রকাশিত:
২৫ জুন ২০২৩ ১৪:৪৯
আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ০১:৪৮

আসন্ন ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সৈকত নাসির পরিচালিত সিনেমা ‘ক্যাসিনো’। এর মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন রাজিব সরোয়ার। ঈদে মুক্তির অপেক্ষায় হাফ ডজন সিনেমার মধ্যে হল বুকিংয়ে এখনো এগিয়ে আছে ‘ক্যাসিনো’।
শুক্রবার সন্ধ্যায় রাজধানী গুলশানের একটি বাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রযোজক।
তাতে উপস্থিত ছিলেন ছবির নায়ক নিরব ও নায়িকা বুবলিসহ সংশ্লিষ্ট সবাই।
নিরব বলেন, ‘শুটিং শেষ করার পরপর ছবিটি মুক্তি পেলে হয়ত ভালো হতো। কিন্তু প্রায় দু’বছর কোভিডসহ আলো কিছু সমস্যা ছিল। ফলে মুক্তি দেয়া যায়নি। এখন মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ভালো গল্পের ছবি এটি, কাজও ভালো হয়েছে। ঈদ উৎসবে দর্শকের কাছে খারাপ লাগবে না ছবিটি।’
বুবলি বললেন, ‘ছবিটি অবশেষে মুক্তি পাবে, ভালো লাগছে। ইতোমধ্যে ছবির প্রকাশিত টিজার সবাই পছন্দ করেছে। থ্রিল, অ্যাকশন ঘরানার ছবি এটি। আমার বিশ্বাস, ঈদে প্রেক্ষাগৃহে বেশ জমবে ছবিটি।’
ছবিটিতে নিরব ও বুবলি ছাড়া আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির, চিত্রনাট্য আসাদ জামানের। ২০১৯ সালে ছবিটির শুটিং শুরু হয়, শেষ হয় ২০২০ সালে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: