ছোট গল্প - অতন্দ্রপ্রহরী : শাহান আরা জাকির পারুল
 প্রকাশিত: 
 ১৩ জুন ২০২০ ০৩:১০
 আপডেট:
 ১৩ জুন ২০২০ ০৭:০৭
 
                                
পাঁচ বছরের অবোধ শিশু শিহাব এর এখনো তেমন বুঝবার সময় হয়নি! বাড়িতে কান্নার রোল চলছে! বুক চাপড়ে মাতম করছে শিহাবের দাদিমা! আর তার মা মূর্ছা যাচ্ছে বারেবার! বৃদ্ধ অসুস্থ দাদু বিলাপ করতে করতে বাকরুদ্ধ হয়ে গেছেন একেবারে! বাবা মায়ের আগে সন্তান এর মৃত্যু বড় কঠিন কষ্টের! বাংলাদেশ পুলিশ বাহিনীতে পুলিশ হিসেবে চাকরি করতেন মিরাজ আলী! দেশজুড়ে করোনা ভাইরাস এর পৈশাচিক লড়াই চলছে! মহামারী এই করোনা যুদ্ধে একজন সম্মুখ যোদ্ধা হিসেবে লড়াই করে চলেছিল দেশমাতৃকার জন্য! বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে দায়িত্ব পালনরতবস্থায় নিজেই করনায় আক্রান্ত হয়ে জীবন উৎসর্গ করলেন! মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ যোদ্ধা বাংলাদেশ পুলিশের বীর সদস্যরা প্রাকৃতিক কিংবা যে কোন দুর্যোগে দেশপ্রেমের পরীক্ষায় কখনো পিছপা হননি! সেবার সুমহান ব্রত কাঁধে নিয়ে দায়িত্বরতবস্থায় মৃত্যুবরন করে আবারও সে কথাটি প্রমান করে গেলেন পুলিশ মিরাজ আলী!
অবুঝ শিহাব অবাক হয়ে দাদাদাদী ও মায়ের বিলাপ শোনে!এখনো সে অপেক্ষায় আছে, বাবা আসবে তার জন্য ব্যাগ ভর্তি চকলেট আর খেলনা নিয়ে! নিষ্পাপ বাচ্চাটি এখনো বুঝতে পারে নাই, তার স্বপ্নের পৃথিবীতে কি কঠিন ঘটনা ঘটে গেছে!
সে আপনমনে দিব্যি হাসছে, খেলছে আর কৌতূহলী চোখে বাড়ির এই পরিবেশ দেখে অবাক হচ্ছে! অপেক্ষা করছে, কখন তার বাবা আসবেন! অবশেষে পুলিশ বাহিনীর গাড়িতে এলো মিরাজ আলী! কান্নার মাতম আরো বেড়ে গেলো! এতো পুলিশ চাচুদের গাড়ি থেকে নামতে দেখে আনন্দে দৌড়ে গেল শিহাব তাদের কাছে! উৎফুল্ল হয়ে প্রশ্ন করলো---চাচু, আব্বু কি চলে আসছে? আমার চকলেট এনেছেতো? এবার আর কেউ স্থির থাকতে পারলোনা! লাশের সঙ্গে আসা এস পি আংকেল ও অন্যান্য পুলিশদের চোখেও গড়িয়ে পড়লো অশ্ৰুধারা! কিছুই বুঝতে পারলোনা শিহাব!এর মধ্যেই সে আবদার করলো ۔۔۔۔চাচু আমাকে বাবার সঙ্গে ছবি তুলে দাও! কান্না চোখেই ক্লিক করে বাবার কফিন এর পাশে অনেক ছবি তোলা হলো শিহাবের!
আজ বুঝতে না পারলেও বড় হয়ে এই ছবি দেখে, একদিন নিশ্চই সে সবকিছুই বুঝতে পারবে! সেদিন এই লাল সবুজের পতাকাতলে মাথা উঁচু করে গর্বে তার বুক ভরে উঠবে! ইউনিফর্ম পরিহিত লাখ লাখ পুলিশ চাচ্চুদের মুখায়বে ভেসে উঠবে তার প্রানপ্রিয় বাবার মুখখানা! সেবার সুমহান ব্রত নিয়ে তার বাবার জন্ম হয়েছিল এই পৃথিবীতে! দেশমাতৃকার অতন্দ্র প্রহরী!
এমন ভাগ্য ক'জনার হয়!
শাহান আরা জাকির পারুল
নাট্যকার, লেখক ও গবেষক
বিষয়: শাহান আরা জাকির পারুল

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: