সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

দ্যা প্রফেট (এগার অনুচ্ছেদ) : কাহলীল জীবরান 


প্রকাশিত:
৩ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৩৩

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ১৬:৪১

ছবিঃ কাহলীল জীবরান এবং অনুবাদক রোজীনা পারভীন বনানী 

 

মূল: কাহলীল জীবরান 
অনুবাদ: রোজীনা পারভীন বনানী 

 

পঞ্চবিংশতি 
একজন বৃদ্ধ ধর্মজাজক বললেন, আমাদের ধর্ম সম্বন্ধে বলুন।
এবং তিনি বললেন:
এই দিনে আমি কি অন্য কিছু বলেছি? ধর্মই কি সব কাজ এবং তার প্রতিফলন নয়, এবং যা কাজও নয় আবার প্রতিফলনও নয়, একটা বিস্ময়কর বস্তু এবং একটা অপ্রত্যাশিত ঘটনা যা সর্বদাই আত্মার ভিতর উৎসারিত হয়, সেইভাবে যেভাবে হাত কোন পাথরকে কর্তন করে অথবা কোন মাকুকে টেনে চালায়? কে তার বিশ্বাসকে তার কাজের থেকে আলাদা করতে পারে, অথবা তার পেশাকে তার বিশ্বাস থেকে?

কে তার সময়কে তার সামনে মেলে ধরে বলতে পারে, “এইটুকু ইশ্বরের জন্য এবং এইটুকু আমার নিজের জন্য; এইটুকু আমার আত্মার এবং বাকীটুকু আমার দেহের?”

তোমাদের সমস্ত সময়ই মহাশূণ্যে ডানা ঝাপটিয়ে একজনের কাছ থেকে অন্যজনের কাছে যায়। যে তার নৈতিকতাকে পরিধান করেছে পরিচ্ছদ রুপে তার সর্বোচ্চ নগ্ন থাকাটাই ছিল ভাল। বাতাস এবং সূর্য তার চামড়ায় সবলে কোন গর্ত তৈরী করতে পারবে না এবং সে যে তার আচরণকে সীমায়িত করেছে নীতিশাস্ত্রের সাহায্যে সে তার গানের পাখিকে বাক্স বন্দী করেছে। কোন মুক্ত-সংগীত কখনো লোহার দন্ড এবং জালের ভিতর দিয়ে আসতে পারে না এবং সে যার কাছে উপাসনা একটা জানালার মত, যা বন্ধও করা যায় আবার খোলাও যায়, সে তার আত্মার সেই বাড়ী কখনো পরিদর্শন করেনি যার জানালা ভোরবেলা থেকে ভোরবেলায় বিস্তৃত।

তোমার দৈনন্দিন জীবনই তোমার দেবালয় এবং তোমার ধর্ম। যখন তুমি এর ভিতর প্রবেশ কর তখন তুমি তোমার সবকিছু সাথে নিয়ে প্রবেশ কর। তুমি তোমার লাঙল, এবং তোমার হাপর ও কাঠের মুগুর এবং তোমার বীণা সংগে নাও, যে সমস্ত জিনিষ তোমার প্রয়োজন অথবা তোমার আনন্দের জন্যই তৈরী করা হয়েছে। অলীক সুখ কল্পনায় তুমি তোমার সাফল্যের চেয়ে উপরে উঠতে পারবে না অথবা তোমার ব্যর্থতার চেয়ে নীচে নামতে পারবে না।

এবং তুমি সমস্ত মানুষকে সংগে নাও:

উপসনার ভিতর তুমি তাদের আশার চেয়ে উপরে উঠতে পারবে না অথবা তাদের হতাশার চেয়ে নিজের নম্রতাকে আরও নীচে নামাতে পারবে না এবং যদি ঈশ্বরকে জানতে চাও, কোন ধাঁধার সমাধানকারী হয়ো না। বরং নিজেদের দিকে তাকাও এবং দেখবে ঈশ্বর তোমাদের শিশুদের সাথে খেলা করছেন এবং মহাশূন্যে তাকাও; তুমি দেখবে ঈশ্বর মেঘের ভিতর হেঁটে বেড়াচ্ছেন, বজ্রপাতের সময় তাঁর বাহুকে উপরের দিকে টানটান করছেন এবং বৃষ্টির সাথে নীচে নেমে আসছেন।

তুমি দেখবে ফুলের ভিতর ঈশ্বর হাসছেন, তারপর তাঁর হাতকে গাছের উপর দিয়ে তরঙ্গায়িত করছেন।

 

ষষ্ঠবিংশতি 


তারপর আলমিট্রা কথা বললেন, আমরা এখন মৃত্যু সম্বন্ধে জিজ্ঞাসা করছি।
তখন তিনি বললেন:
তোমারা মৃত্যুর গোপনীয়তা সম্পর্কে জানবে। কিন্তু তোমরা তাকে কিভাবে দেখবে যতক্ষণ পর্যন্ত না তোমরা একে জীবনের হৃদয়ে খুঁজে পাও? পেঁচা যার নিশাচর চোখ দিনের বেলায় অন্ধ সে কখনও আলোর রহস্যকে উন্মুক্ত করতে পারে না। যদি তুমি প্রকৃতপক্ষেই মৃত্যুর আত্মাকে দেখতে চাও, তোমার হৃদয়কে উন্মুক্ত করে জীবনের দেহের দিকে বিস্তৃত কর।জীবন এবং মৃত্যু একই, যেমনভাবে নদী এবং সমুদ্র একই।
তোমার পরজীবনের নিঃশব্দ জ্ঞান তোমার আশা এবং আকাঙ্খার গভীরে শুয়ে আছে; এবং যেমন বরফের নিচে চাপা পড়া বীজ তার হৃদয়ে বসন্তের স্বপ্ন দেখে তেমনি তোমার হৃদয়ও তা দেখে। সেই স্বপ্নে বিশ্বাস স্থাপন কর, তার ভিতরে অনন্তকালে প্রবেশের দরজা লুকানো আছে।
তোমার মৃত্যু ভয় হচ্ছে সেই উদ্বিগ্ন রাখালের মত যে রাখাল রাজার সামনে দাঁড়িয়ে আছে যেন সম্মানের সঙ্গে রাজা তাঁর হাত রাখালের উপর স্থাপন করবেন।
রাখাল কি কম্পমান অবস্থায়ও আনন্দিত ছিল না, যাতে সে রাজার চিহ্নকে পরিধান করতে পারে?
তথাপি সে কি নিজের কম্পমান অবস্থার প্রতি বেশী মনোযোগী ছিল না?
মৃত্যু কি নগ্নভাবে বাতাসের ভিতর দাঁড়িয়ে থাকা এবং প্রখর সূর্যালোকের ভিতর গলে যাওয়া নয়?
এবং নিঃশ্বাস বন্ধ হওয়া বলতে কি নিঃশ্বাসের অনন্ত স্রোত থেকে মুক্তিলাভ করাকেই বোঝায় না, যাতে অনেক উপরে উঠে বিস্তৃত হয়ে অব্যাহত গতিতে ঈশ্বরকে খুঁজতে পারে?
শুধু যখন তুমি নৈঃশব্দ্যের নদী থেকে পান করবে তখনই তুমি প্রকৃত গান গাবে এবং যখন তুমি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে, তারপর তুমি চড়তে আরম্ভ করবে এবং যখন পৃথিবী তোমার অঙ্গকে দাবী করবে, তারপর তুমি সত্যিকারভাবে নাচতে পারবে।।

আগামী পর্বে সমাপ্ত

 

দ্যা প্রফেট (প্রথম অনুচ্ছেদ)
দ্যা প্রফেট (দ্বিতীয় অনুচ্ছেদ)
দ্যা প্রফেট (তৃতীয় অনুচ্ছেদ)
দ্যা প্রফেট (চতুর্থ অনুচ্ছেদ)
দ্যা প্রফেট (পঞ্চম অনুচ্ছেদ)
দ্যা প্রফেট (ষষ্ঠ অনুচ্ছেদ)
দ্যা প্রফেট (সপ্তম অনুচ্ছেদ)
দ্যা প্রফেট (অষ্টম অনুচ্ছেদ)
দ্যা প্রফেট (নবম অনুচ্ছেদ)
দ্যা প্রফেট (দশম অনুচ্ছেদ)

 

রোজীনা পারভীন বনানী 
ঝিনাইদহ, বাংলাদেশ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top