সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


ঝিনাইদহের শৈলকুপাতে ট্রাকচাপায় ৬ নির্মাণ শ্রমিকের মৃত্যু


প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২১ ২২:৩৮

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৭:৫৪

 

প্রভাত ফেরী: ঝিনাইদহের শৈলকুপার মদনডাঙ্গায় ট্রাকচাপায় করিমনের ৬ যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

নিহতরা সবাই নির্মাণ শ্রমিক। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এতে রাস্তার দুপাশে ভারি যানজটের সৃষ্টি হয়েছে। ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) মো. আরিফুল ইসলাম সাংবাদিকদের এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শৈলকুপা শেখপাড়া এলাকা থেকে অটোরিকশা (করিমন) নিয়ে বেশ কিছু নির্মাণ শ্রমিক কাজ শেষে ঝিনাইদহ শহরের দিকে আসছিলেন। এ সময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক ওই স্থানে পৌঁছলে করিমনের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৬ জন মারা যান। গুরুতর আহত হন ৪ জন। পরে খবর পেয়ে ঝিনাইদহ ও শৈলকুপা ফায়ার সার্ভিস এবং পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঝিনাইদহ পুলিশের এসআই শামিম জানান, ঝিনাইদহের দিক থেকে একটি ট্রাক মদনাডাঙ্গা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি নির্মাণ শ্রমিকবাহী নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনটি প্রায় ২০০ গজ দূরে গিয়ে ছিটকে পড়ে। এ সময় নসিমনে থাকা নির্মাণ শ্রমিকরাও নসিমন থেকে ছিটকে পড়েন।

জানা গেছে, নসিমনের উপর একটি ঢালাই মেশিন ছিল। ট্রাকের ধাক্কায় সেটি গিয়ে পড়ে ওই নির্মাণ শ্রমিকদের উপর। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই ঝিনাইদহ সদর উপজেলার বাসিন্দা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top