সিডনী বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১


কয়লাভিত্তিক প্রকল্প কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে এগোচ্ছে সরকার


প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২১ ১৯:০৭

আপডেট:
২৪ এপ্রিল ২০২১ ১৯:০৯

 

প্রভাত ফেরী: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানান সরকার দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প কমিয়ে আনবে ।

অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার কথা তুলে ধরেন মন্ত্রী। 

কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে কার্বন নিঃসরণ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, আমরা কয়লাভিত্তিক কয়েকটি প্রকল্প নিয়েছিলাম।কয়লাভিত্তিক প্রকল্প যেগুলো হাতে নিয়েছি, সেগুলো কমিয়ে ফেলব। আমরা নবায়নযোগ্য জ্বালানির দিকে এগোচ্ছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগে আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, এগুলোর ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ দরকার, সরকারি-বেসরকারি উভয় দিক থেকেই।সেই সঙ্গে বলেছেন, তাদের আন্তর্জাতিক অর্থায়নকারী সংস্থাগুলো স্বল্প সুদে এসব ক্ষেত্রে ঋণ দেয়।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top