সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


নতুন করে কোভিড-১৯ প্রতিরোধী ৮৯ লাখ ডোজ টিকা বরাদ্দ পেয়েছে বাংলাদেশ


প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২১ ২১:২৫

আপডেট:
২২ সেপ্টেম্বর ২০২১ ২১:৫২


নতুন করে কোভিড-১৯ প্রতিরোধী ৮৯ লাখ ডোজ টিকা বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। কোভ্যাক্স সুবিধার আওতায় দুটি উৎস থেকে বাংলাদেশ এই টিকা পাবে। একটি যুক্তরাষ্ট্রের দান। অন্যটি নিয়মিত কোভ্যাক্স বরাদ্দ।

যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বুধবার (২২ সেপ্টেম্বর) তাঁর ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
শাহরিয়ার আলম লিখেছেন, কোভ্যাক্স সুবিধার আওতায় নতুন করে ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ।বাংলাদেশকে নতুন করে টিকা বরাদ্দ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্সকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

নতুন করে বরাদ্দ পাওয়া এই টিকা চলতি বছরের শেষ দিকে পাওয়া যাবে। একই সময়ের মধ্যে বাংলাদেশ আরো টিকা পাবে বলে শাহরিয়ার আলম আশা প্রকাশ করেছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top