সিডনী সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


পদ্মা সেতু হয়ে ট্রেন চলবে বুধবার থেকে


প্রকাশিত:
৩১ অক্টোবর ২০২৩ ১০:০৫

আপডেট:
২০ মে ২০২৪ ২৩:৩০

 

পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত নির্মিত নতুন রেলপথ দিয়ে আগামী বুধবার থেকে ট্রেন চলবে। শুরুতে নির্ধারণ করা ভাড়া সমালোচনার মুখে কমিয়ে এ পথের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ও যশোরের বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস নতুন রুট দিয়ে যাতায়াত করবে। প্রথমে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন পর্যন্ত দূরত্ব ৭৭ কিলোমিটার ধরে ভাড়া নির্ধারণ করেছিল রেলওয়ে কর্তৃপক্ষ। আগের হিসাবে ভ্যাটসহ এসি সিটে ঢাকা থেকে ভাঙ্গার ভাড়া নির্ধারণ করা হয় ৭০২ টাকা; পরে তা কমিয়ে ৫৪১ টাকা করা হয়েছে। আন্তঃনগরে শোভন চেয়ার ঢাকা থেকে ভাঙ্গার ভাড়া নির্ধারিত হয়েছিল ৩০৫ টাকা; পরে তা কমিয়ে ২৫৫ টাকা করা হয়েছে। এই রুটে বাস ভাড়া ২৫০ টাকা।


আগের তালিকায় শোভন চেয়ারে ঢাকা-খুলনার ভাড়া নির্ধারণ করা হয়েছিল ৬১৫ টাকা; পরে কমিয়ে ৫০০ টাকা করা হয়েছে। সুন্দরবন এক্সপ্রেস আগের মতোই সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকা থেকে যাত্রা করবে। ৯টা ৩২ মিনিটে পৌঁছাবে ভাঙ্গা। সেখান থেকে রাজবাড়ী, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর হয়ে খুলনা যাবে। এই রেলপথে এসি সিটে ভাড়া নির্ধারণ করা হয়েছিল এক হাজার ৪০৯ টাকা; পরে কমিয়ে করা হয়েছে ১ হাজার ১৪৫ টাকা।


গত ১০ অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহী থেকে মধুমতি এক্সপ্রেস চলে ভাঙ্গা পর্যন্ত। রুট বাড়ানোর পর এ ট্রেনটি পদ্মা সেতু হয়ে ঢাকা পর্যন্ত চলবে। একটি কমিউটারও চলবে এই রেলপথে। আগামী বছরের জুনে পদ্মা রেল সংযোগের যশোর পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্নের পরিকল্পনা রয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top