সিডনী শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


আরো ১১০ ইউএনওকে বদলির অনুমোদন ইসির


প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৩ ১৭:০৬

আপডেট:
১০ মে ২০২৪ ০৯:১১


সংসদ নির্বাচনকে সামনে রেখে আরো ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন এ অনুমোদন দিয়েছে।

গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৩৩৮ থানার ওসি ও ১১০ ইউএনওকে বদলির তালিকা পাঠানো হয় ইসিতে।

নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘ওসি-ইউএনও বদলির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।


এই সংক্রান্ত একটা ফাইল স্বাক্ষরও হয়েছে। এখন চিঠি ইস্যু হবে। এই চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর পাঠানো হবে।’
এর আগে গত সোমবার ৪৭ ইউএনওকে বদলির প্রস্তাবের তালিকা অনুমোদন দেয় ইসি।


৩০ নভেম্বর ওই তালিকা ইসিতে পাঠিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। কর্মস্থলে এক বছরের বেশি সময় ধরে আছেন এমন ইউএনওদের বদলির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে ইসি। তখন অশোক কুমার সাংবাদিকদের বলেছিলেন, ২৫০ জনের বেশি ইউএনও বদলি হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top