সিডনী শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


পুলিশ কর্মকর্তাদের পদোন্নতিতে ইসির সম্মতি


প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০২৩ ১৭:১৯

আপডেট:
১০ মে ২০২৪ ০৬:৪৪


স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি ও পদায়নের বিষয়ে অনাপত্তি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এসংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।

ইসি সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন ১৯ জনকে ‘পুলিশ পরিদর্শক’ থেকে ‘সহকারী পুলিশ সুপার’ পদে পদোন্নতির জন্য সুপারিশ করায় পদোন্নতির প্রজ্ঞাপন জারির পূর্বে প্রস্তাবিত কর্মস্থলে বদলি ও পদায়নের লক্ষ্যে অনাপত্তি দেওয়ার জন্য ইসিকে অনুরোধ করা হয়েছিল। সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত উল্লিখিত ১৯ জন কর্মকর্তার প্রস্তাবিত কর্মস্থলে বদলি ও পদায়নের বিষয়ে নির্বাচন কমিশন অনাপত্তি দিয়েছে।


এর আগে ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ৩৩৮ থানার ওসিকে বদলি করার প্রস্তাব অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এ ছাড়া রবিবার বরিশাল ও সিলেটের পুলিশ কমিশনার এবং হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের পুলিশ সুপার ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে প্রত্যাহার করার নির্দেশ দেয় ইসি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top