সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


অবশেষে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ


প্রকাশিত:
১২ অক্টোবর ২০১৯ ২২:৪৫

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ০২:৪২

অবশেষে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

প্রভাত ফেরী ডেস্ক: সহপাঠী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর আন্দোলনে ফুঁসে ওঠা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের দাবির মুখে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে। সাময়িক বহিস্কার করা হয়েছে আবরার হত্যা মামলার এজাহারে নাম থাকা ১৯ শিক্ষার্থীকে।



গতকাল শুক্রবার বিকেলে বুয়েট অডিটরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠকে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। গত রোববার রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে আবরার হত্যাকাণ্ডের পরপরই আসতে না পারা ও জানাজায় উপস্থিত না হতে পারার জন্য শিক্ষার্থীদের কাছে তার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন উপাচার্য।



এদিকে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যায় উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলামের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনার পর ১০ দফা দাবির সবকটি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু দাবি বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। 



আলোচনার শেষ দিকে শিক্ষার্থীদের দাবি ছিল, বুয়েট কর্তৃপক্ষের পক্ষে যতগুলো দাবি সরাসরি মেনে নেওয়া সম্ভব, সেগুলো বাস্তবায়নের আগ পর্যন্ত আগামী সোমবার অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষা যেন স্থগিত করা হয়। কিন্তু উপাচার্যের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো সাড়া না পাওয়ায় তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 



এ সময় ছাত্রকল্যাণ পরিচালক মিজানুর রহমান বলেন, আমি কোন মতাদর্শের তা সবাই জানেন। প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব চিন্তা-ভাবনা ও কোনো দলের প্রতি সমর্থন দেয়ার অধিকার রয়েছে। তবে আজ থেকে আমি ঘোষণা করছি, যে দলই রাষ্ট্রক্ষমতায় থাকুক না কেন, আমি কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করব না। অন্য শিক্ষকরাও চাইলে অর্ডিন্যান্স মেনে চলতে পারেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top