সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


যথাসময়েই বুয়েটের ভর্তি পরীক্ষা, আন্দোলন স্থগিত


প্রকাশিত:
১৩ অক্টোবর ২০১৯ ০২:৫৫

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ১১:৩৫

যথাসময়েই বুয়েটের ভর্তি পরীক্ষা, আন্দোলন স্থগিত

প্রভাত ফেরী ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হতে না দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরীক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে আগামী দুই দিন আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, ভর্তি পরীক্ষার্থীদের দুর্ভোগের কথা ভেবে আন্দোলন দুই দিনের জন্য শিথিল করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়। সময় সেখানে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।



আন্দোলনকারীরা বলেন, আমাদের ১০ দফা দাবিতে আন্দোলন চলছে, তবে সারাদেশ থেকে আগত বুয়েটে ভর্তিপ্রত্যাশী ১২ হাজার শিক্ষার্থী তাদের অভিভাবকদের কথা চিন্তা করে আমরা দুদিন আন্দোলন শিথিলের সিদ্ধান্ত নিয়েছি। আন্দোলনকারীদের এক প্রতিনিধি বলেন, “আমরা আন্দোলন তুলে নিচ্ছি না, শিথিল করছি।



এদিকে হত্যাকাণ্ডের বিচার দাবিসহ ১০ দফা দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। বুধবার ( অক্টোবর) শিক্ষার্থীরা ১০ দফা দাবি উত্থাপন করেন এবং দাবি মেনে না নেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বুয়েট থেকে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাইফুল ইসলাম। শুক্রবার (১১ অক্টোবর) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে এক সভায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান।



বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক চূড়ান্ত কোনও সিদ্ধান্ত ছাড়াই রাত আটটায় শেষ হয়। বৈঠকে প্রশাসন দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা ১৯ জনকে সাময়িক বহিষ্কারের আশ্বাস দেয় শিক্ষার্থীদের। তবে এর ওপর আস্থা রাখতে পারছেন না আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলেন, হলগুলোতে এখনও দলীয় নেতাকর্মী রয়েছে। ১৯ জন সাময়িক বহিষ্কার হলেও তাদের স্থায়ী বহিষ্কার করা হয়নি। এছাড়া সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধের ঘোষণা হলেও আবারও যে শুরু হবে না তার নিশ্চয়তা তারা পাচ্ছেন না। কারণে আগামী ১৪ অক্টোবর ভর্তি পরীক্ষা না নেওয়ার পক্ষে মত দিয়েছিলেন শিক্ষার্থীরা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top