সিডনী মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


শপথ নিলেন হাইকোর্টের নবনিযুক্ত ৯ বিচারপতি


প্রকাশিত:
২১ অক্টোবর ২০১৯ ২৩:৩২

আপডেট:
১৪ মে ২০২৪ ০১:৫৬

শপথ নিলেন হাইকোর্টের নবনিযুক্ত ৯ বিচারপতি

প্রভাত ফেরী ডেস্ক: শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত নয় অতিরিক্ত বিচারপতি। সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত বিচারপতিদের শপথ বাক্য পড়ান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।



নবনিযুক্ত বিচারপতিরা হলেন-মুহম্মদ মাহবুব উল ইসলাম, শাহেদ নুর উদ্দিন, . মো. জাকির হোসেন, . মো. আখতারুজ্জামান, মো. মাহমুদ হাসান তালুকদার মিন্টু, কাজী এবাদত হোসেন, কে এম জাহিদ সরওয়ার কাজল, কে এম জহিরুল হক কাজী জিনাত হক।



এর আগে রাষ্ট্রপতি গত ২০ অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এই জন বিচারপতিকে নিয়োগ দেন। পরে হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এতে বলা হয়, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে তাদের শপথ গ্রহণের তারিখ হতে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।



আজ নিয়োগ শপথ গ্রহণের পর থেকে তা কার্যকর হলো


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top