সিডনী সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


হলি আর্টিসানে হামলায় আত্মপক্ষ সমর্থন ৩০ অক্টোবর


প্রকাশিত:
২৮ অক্টোবর ২০১৯ ০৫:০৯

আপডেট:
৬ মে ২০২৪ ১২:২৭

হলি আর্টিসানে হামলায় আত্মপক্ষ সমর্থন ৩০ অক্টোবর

প্রভাত ফেরী ডেস্ক: রাজধানীর গুলশানের হলি আর্টিসানে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ৩০ অক্টোম্বর দিন ধার্য করেছেন আদালত।



রোববার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান দিন ধার্য করেন।



এর আগে গত ১৭ অক্টোবর মামলার তদন্ত র্মকর্তা হুমায়ুন বিরের জবানবন্দি শুরু হয়। এরপর ২১ অক্টোবর তার জবানবন্দি শেষ হলে আসামিপক্ষের আইনজীবী তাকে শুরু করেন। সর্বশেষ রবিবার (২৭ অক্টোবর) তার শেষ হয়। তদন্ত কর্মকর্তার জেরা হওয়ার মধ্য দিয়ে  এই পর্যন্ত মোট ১১৩  সাক্ষীর  সাক্ষ্যগ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।



প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ নভেম্বর আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এর আগে, গত আগস্ট আট জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। গত বছরের ২৩ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম বিভাগের পরিদর্শক হুমায়ূন কবির সিএমএম আদালতের জিআর শাখায় মামলাটির অভিযোগপত্র দাখিল করেন। গত বছরের ২৬ জুলাই সিএমএম আদালত মামলাটি ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন। ৩০ বছরের জুলাই মামলাটির অভিযোগপত্র গ্রহণ আসামিদের উপস্থিতির জন্য দিন ধার্য করেন।



২০১৬ সালের জুলাই রাতে গুলশানের হলি আর্টিসানে হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। পরে অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। পরে ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা করে পুলিশ।



মামলার আসামিরা হলেন- জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র্যাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান, হাদিসুর রহমান সাগর, শরিফুল ইসলাম মামুনুর রশিদ। এছাড়া বিভিন্ন অভিযানে ১৩ জন নিহত হওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা। পরে মামলা থেকে তাদের অব্যাহতি দেয়া হয়।



২০১৮ সালের ২৩ জুলাই আটজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক হুমায়ুন কবির। একই বছর ২৬ নভেম্বর আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top