সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


খোকার মরদেহ ঢাকায়, সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা সম্পন্ন


প্রকাশিত:
৭ নভেম্বর ২০১৯ ২২:৪৮

আপডেট:
১৯ মে ২০২৪ ০২:৩৫

খোকার মরদেহ ঢাকায়, সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা সম্পন্ন

প্রভাত ফেরী ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মরদেহ ঢাকায় পৌঁছেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৮টা ২৬ মিনিটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। মরদেহের সঙ্গে তার পরিবারের সদস্যরা রয়েছেন। বিমানবন্দরে বিএনপির পক্ষে খোকার লাশ গ্রহণ করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ টুকু। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এতথ্য নিশ্চিত করেছেন।



এর আগে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর ছেড়ে আসে খোকার মৃতদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি।



তার স্ত্রী ইসমত হোসেন, ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন ইশফাক হোসেন এবং মেয়ে সারিকা সাদেক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালামসহ স্বজনরা মৃতদেহের সঙ্গে আসেন।



সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা সম্পন্ন



জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ঢাকায় প্রথম জানাজা। এরপর বেলা ১২টায় খোকার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য নেয়া হচ্ছে।



আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সাদেক হোসেন খোকার জানাজা শুরু হয়। সময় সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাজায় অংশ নেন।



এর আগে সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায় খোকার মরদেহ। আনুষ্ঠানিকতা সেরে সকাল নয়টার পর তাঁর মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রওনা দেয়।



সংসদের দক্ষিণ প্লাজা থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে কফিন রাখা হবে। বাদ জোহর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। বিকেল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তৃতীয় দফা জানাজা শেষে খোকার মরদেহ নেওয়া হবে গোপীবাগে তাঁর নিজ বাসভবনে। বাদ আসর স্থানীয় ধূপখোলা মাঠে অনুষ্ঠিত হবে চতুর্থ দফা নামাজে জানাজা। পরে তাঁর লাশ জুরাইন কবরস্থানে বাবা-মায়ের পাশে দাফন করা হবে।



খোকার সম্মানে বৃহস্পতিবার ঢাকা দুই সিটিতে সাধারণ ছুটি



অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে সম্মান জানাতে বৃহস্পতিবার ( নভেম্বর) পূর্ণ দিবস ছুটি পালন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) খোকার মৃত্যুতে তাকে সম্মান জানাতেই প্রচলিত নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষ।



সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নভেম্বর ডিএসসিসি ডিএনসিসি প্রধান কার্যালয় নগর ভবনসহ আঞ্চলিক কার্যালয়গুলোও বন্ধ থাকবে। তবে জরুরি সেবা এই ছুটির বাইরে থাকবে।



এছাড়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার ( নভেম্বর) বিকেল ৩টায় নগর ভবনে সাদেক হোসেন খোকার জানাজা হবে। করপোরেশনের সবাইকে জানাজায় অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top