সিডনী সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


কুমিল্লায় মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩


প্রকাশিত:
১১ নভেম্বর ২০১৯ ০০:০৩

আপডেট:
২০ মে ২০২৪ ১৯:১৯

কুমিল্লায় মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

প্রভাত ফেরী ডেস্ক: কুমিল্লায় বাস ও ট্রাকের ধাক্কায় একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লেগে নারী ও শিশুসহ তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। রবিবার (১০ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই কুমিল্লা আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা।



নিহতদের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। এরা হলেন— নগরীর অশোকতলা এলাকার মকবুল হোসেনের মেয়ে রপজা এবং সদর উপজেলার আলেখারচরের মৃত আইয়ুব আলীর ছেলে ইউসুফ।



ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, যাত্রী নিয়ে চান্দিনা থেকে মাইক্রোবাসটি ময়নামতি আসছিল। পথিমধ্যে মহাসড়কের দেবিদ্বার উপজেলার গোবিন্দপুর স্টেশনে মাইক্রোবাসটি যাত্রী ওঠানোর জন্য থামে। এ সময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।



তিনি জানান, মাইক্রোবাসটিতে মোট আটজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও একটি শিশুর মৃত্যু হয়েছে। গোবিন্দপুর বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে মাইক্রোবাসটি যাত্রী তুলছিল। সেসময় পেছন থেকে একটি বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে পেছন থেকে আসা একটি ট্রাক পাশ থেকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি রাস্তার পাশে উল্টে যায়। তাতে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top