সিডনী বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১


ঢাবি ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৩৭ জনের নামে মামলা


প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০১৯ ২৩:০৮

আপডেট:
১৬ মে ২০২৪ ০৬:৪১

 ঢাবি ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক

প্রভাত ফেরী ডেস্ক: নিজের ও সহযোগীদের ওপর হওয়া হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনসহ ৩৭ ছাত্রলীগ নেতাকর্মীর নামে মামলা করেছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর৷

মঙ্গলবার সন্ধ্যায় নুরের পক্ষে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন৷

এদিকে, থানা পুলিশ সূত্র জানায়, এর আগে পুলিশের পক্ষ থেকে করা মামলার সঙ্গে বর্তমান মামলাটি সমন্বয় করে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, হামলার নির্দেশদাতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় ৩৭ জনের নামোল্লেখ ও অজ্ঞাত হিসেবে ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, তারা মামলার আবেদন নিয়ে আসলে আবেদনে কিছু সংশোধনী দিতে বলা হয়। পরে সন্ধ্যার দিকে সেটিকে নথিভুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, পুলিশের পক্ষ থেকে করা মামলার এজাহারের সঙ্গে নুরুলের অভিযোগটি সমন্বয় করার জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
মামলার আবেদনে অভিযুক্ত হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে সঞ্জিত চন্দ্র দাস, সাদ্দাম হোসাইন, আমিনুল ইসলাম বুলবুল, আল মামুন, সনেট মাহমুদ, ইয়াসির আরাফাত ত‚র্য, মারিয়াম জাহান খান, শেখ মুহাম্মদ অনিন, আঙ্গুর আলিম খান, আবু ইউনুস, রাকিবুল হাসান ঐতিহ্য, মাহমুদুর হাসান, সাদ বিন কাদের চৌধুরী, রবিউল হোসেন রানা, নিয়ামত উল্লাহ তপন, হাসিবুল হাসান শান্ত, সিফাতুজ্জামান খান, মিজানুর রহমান মিজান, ফেরদৌস আলম, আব্দুর রহিম সরকার, অনজিল ইমরান তালাশ, মাহমুদুল হাসান বাবু, সিরাজুল ইসলাম, মামুন বিন সত্তার, ইবনুল হাসান উজ্জল, খান মিলন হোসেন নীরব, ইমরান আহমেদ, হৃদয় হাসান সোহাগ, উজ্জল, আরিফুল ইসলাম, ফাতিমা রিপা, আমিনুল ইসলাম, আইনুল ইসলাম মাহবুব, মেহেদী হাসান নিবিড়, জীবন রায়।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top