সিডনী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


বাংলাদেশে ৮ জেলায় হোম কোয়ারেন্টাইনে ৪১৬৪


প্রকাশিত:
২৬ মার্চ ২০২০ ০৪:৪৩

আপডেট:
৪ মে ২০২৪ ০৩:১৬

ফাইল ছবি

প্রভাত ফেরী: করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে বাংলাদেশের আট জেলায় ৪১৬৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।  জেলাগুলো হলো- পাবনায় ৬৮৮ জন, নড়াইলে ৩২১ জন, সাতক্ষীরায় ১৫৬২ জন, কুড়িগ্রামে ২৯০ জন, দিনাজপুরে ৩৬৫ জন, গাইবান্ধায় ২৮৪ জন, গাজীপুরে ৬২৬ জন, মানিকগঞ্জে ২৮ জন।

নড়াইল: গত ২৪ ঘন্টায় ২৩ জন নতুন করে হোম কোয়ারেন্টিনে এসেছেন। এনিয়ে জেলায় মোট ৩২১ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুর পযর্šÍ সর্বশেষ এরমধ্যে সদরে ১৫ জন , কালিয়ায় ৬ এবং লোহাগড়ায় ২ জন। এর আগে মঙ্গলবার পর্যন্তু হোম কোয়ারেন্টাইনে ছিলো ২৯৮ জন।

সাতক্ষীরা: গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত আরো নতুন ৪০২ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এনিয়ে গত ৮ দিনে বিদেশ ফেরত সাতক্ষীরার ১৫৬২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

পাবনা: পাবনায় চিকিৎসক নার্সসহ বিদেশ ফেরত প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৬৮৮ জন। পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীকে করোনাভাইরাসে আক্রান্ত্র সন্দেহে তাকে কোয়ারেন্টাইনে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। ওই রোগীকে চিকিৎসা সেবা দেওয়া চিকিৎসক নার্সদেরও হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

মানিকগঞ্জ: ঘিওর উপজেলার বাইলজুরী গ্রামে ৬ পরিবারের ২৮ জন হোম কোয়ারেন্টাইনে এবং এলাকাটি লকডাউন  করা হয়েছে। গ্রামের শাহ আলমগীর (৪৯) নামে এক ব্যক্তি ঢাকার একটি হাসপাতালে মৃতবরণ করলে করোনা আক্রান্তে মৃত্যু সন্দেহে ওই পরিবারসহ ছয় পরিবারের ২৮ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় নেওয়া হয়েছে। সেই সঙ্গে এলাকাটি লোকডাউন করা হয়েছে।

দিনাজপুর: গত ২৪ ঘন্টায় নতুন করে ১৭৩ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত দিনাজপুরে ৩৬৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত মঙ্গলবার এই সংখ্যা ছিল ১৯৭ জনে। সুস্থ হওয়ায় ইতোমধ্যে ১৩ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

গাইবান্ধা: বিদেশ থেকে আগত ২৮৪ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে ৯ জন বিদেশী, ১৭৫ জন প্রবাসী ও ১০০ জন দেশী। এদের মধ্যে ২ জন আক্রান্ত। এছাড়া ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকায় ৪৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।  এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২৩৯ জন।

গাজীপুর: মালয়েশিয়া ফেরত এক আসামিসহ গাজীপুরে ৫৭৯জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে এবং ৪৭জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন। গাজীপুর জেলা কারাগারের সিনিয়র জেল সুপার মো. নেছার আহমেদ জানান, টঙ্গী (পূর্ব) থানার চেক ডিজঅনার মামলায় গ্রেফতার হওয়া এক আসামিকে কারাগারের ভেতরে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

কুড়িগ্রাম: গত ২৪ ঘন্টায় ১৯৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ৯৭ জনের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে।  ইতালি, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, ভারতসহ বিভিন্ন দেশ থেকে এ পর্যন্ত ৫৪০ জন প্রবাসী ৯ উপজেলার বিভিন্ন উপজেলায় ফিরে এসেছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top