সিডনী রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


টানা ১৯ ঘণ্টায় নিউইয়র্ক থেকে সিডনি গেল বিশ্বের দীর্ঘতম ফ্লাইট


প্রকাশিত:
২১ অক্টোবর ২০১৯ ০৫:০১

আপডেট:
১২ মে ২০২৪ ২১:১৮

টানা ১৯ ঘণ্টায় নিউইয়র্ক থেকে সিডনি গেল বিশ্বের দীর্ঘতম ফ্লাইট

প্রভাত ফেরী ডেস্ক: কানটাসের একটি বোয়িং ৭৮৭- উড়োজাহাজ ৪৯ জন আরোহী নিয়ে ১৯ ঘণ্টা ১৬ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছায়। এজন্য পাড়ি দিতে হয়েছে ১৬ হাজার ২০০ কিলোমিটার পথ। গত ১৮ অক্টোবর রাতে রওনা হয়ে ফ্লাইটটি সিডনি পৌঁছায় আজ রবিবার (২০ অক্টোবর) সকালে।



বিরতিহীন ১৯ ঘণ্টা উড়ে যাত্রীবাহী ঐই ফ্লাইটটি সকালে অস্ট্রেলিয়ার সিডনিতে অবতরণ করেছে। নিউইয়র্ক থেকে বিমানটির যাত্রা শুরু হয়। এই দীর্ঘতম বিমানযাত্রাকে আকাশপথে যাত্রী পরিবহণের মাইলস্টোন হিসেবে উল্লেখ করে বিমান সংস্থা কোয়ান্তাস এয়ারলাইন্স এটিকে বাণিজ্যিক বিমান সেবার সাফল্য হিসেবে বিবেচনা করছে।



চলতি বছরে রকম তিনটি পরীক্ষামূলক ফ্লাইট চালানোর পরিকল্পনার এই প্রথম যাত্রায় কান্তাস ফ্লাইট কিউএফ৭৮৭৯ নিউইয়র্ক থেকে বিরতিহীন যাত্রায় সিডনি পৌঁছাতে সময় নিয়েছে ১৯ ঘণ্টা ১৬ মিনিট।



কোনও বিরতি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে উড়োজাহাজটিতে পর্যাপ্ত জ্বালানি নেওয়া হয়। কারণে ব্যাগেজ সংখ্যা সীমিত রাখার পাশাপাশি পণ্য ওঠানো নিষিদ্ধ ছিল। সাধারণত অন্য ফ্লাইটগুলো জ্বালানি নিতে বিভিন্ন বিমানবন্দরে অবতরণ করে।



নিউইয়র্ক সিডনির মধ্যে প্রায় ১৫ ঘণ্টা সময়ের পার্থক্য রয়েছে। তাই উড়োজাহাজে উঠে যাত্রীরা তাদের ঘড়ি কাঁটা সিডনির সময় অনুযায়ী সাজিয়ে নেন। ছয় ঘণ্টা পর তাদের দেওয়া হয় উচ্চ-কার্বোহাইড্রেট খাবার। যাত্রীদের চোখে যেন ঘুম আসে সেজন্য বাতি ছিল মিটমিটে।



পাইলটের মস্তিষ্কের তরঙ্গ, মেলাটোনিন হরমোনের মাত্রা, সতর্কতা, যাত্রীদের জন্য ব্যায়ামের ক্লাস, অনেক টাইম জোন অতিক্রমের সময় মানুষের শরীরে কেমন প্রভাব পড়ছে এসব পর্যবেক্ষণ করা হয় ফ্লাইটে।



কানটাস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালান জয়েস বলেন, ‘এভিয়েশন শিল্পে এমন দীর্ঘযাত্রার ফ্লাইট সত্যিই অর্থবহ প্রথম ঘটনা। পৃথিবী গ্রহের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষ কীভাবে ভ্রমণ করে তা বু্ঝে নিয়মিত সেবা প্রদানের নিরীক্ষা এটি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top