সিডনিতে আগমনী অস্ট্রেলিয়ার দুর্গোৎসব ২০২১ পালন : মোঃ ইয়াকুব আলী
 প্রকাশিত: 
 ২৬ অক্টোবর ২০২১ ০১:৪৫
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৫:৪২
 
                                
সিডনির আগমনী অস্ট্রেলিয়া প্রতিবছর সনাতনী পঞ্জিকা অনুযায়ী দুর্গোৎসব পালন করে আসছে। প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও আগমনী অস্ট্রেলিয়া দুর্গোৎসব পালন করেছে। করোনার স্বাস্থ্যবিধির জন্য পুরোপুরি পালন করা না গেলেও একদিনে পালন করে সেই দুঃখ কিছুটা পুষিয়ে নেয়ার চেষ্টা ছিলো। অবশ্য পূজার আনুষ্ঠানিকতা ছিলো পুরোটা সময় জুড়েই। মিন্টোর শ্রী শিব মন্দিরে শুরু হয়েছিলো প্রাথমিক আয়োজন। কিন্তু স্বাস্থ্যবিধির কারণে সেটা জনসাধারণের জন্য উন্মুক্ত ছিলো না।
মূল আয়োজন ছিলো বিজয়া দশমীকে কেন্দ্র করে। গত ১৫ই অক্টোবর ২০২১ সিডনির গ্লেনফিল্ড সাবার্বের কমিউনিটি হলে এই উৎসবের আয়োজন করা হয়। সকাল থেকে শুরু করে পূজা চলে প্রায় মধ্যরাত পর্যন্ত। সারাদিনই পূণ্যার্থীদের আগমন ছিলো চোখে পড়ার মতো। করোনাকালীন সময় পার হয়ে এটাই ছিলো বাংলা ভাষাভাষীদের প্রথম উৎসব তাই সবার মধ্যে বাড়তি উচ্ছাস বিরাজ করছিলো। 
পরের বছর আবারও পরিপূর্ণ রূপে পূজা আয়োজনের আশাবাদ ব্যক্ত করে শেষ হয় আগমনী অস্ট্রেলিয়ার এবারের দুর্গোৎসব।
মোঃ ইয়াকুব আলী
মিন্টো, সিডনী, অস্ট্রেলিয়া
বিষয়: মোঃ ইয়াকুব আলী

-2020-03-12-16-58-04.jpeg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: