সিডনী সোমবার, ১৩ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


নির্বাচনকে সামনে রেখে আনসার-ভিডিপি প্রশিক্ষণ শুরু শুক্রবার


প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২৩ ১৩:৫০

আপডেট:
১৩ মে ২০২৪ ০০:২৫


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী শুক্রবার থেকে আনসার-ভিডিপি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দিনে ৭২ জন আনসার-ভিডিপি কর্মকর্তা প্রশিক্ষণ নেবেন। এদিন সকাল ৯টায় প্রশিক্ষণ শুরু হবে।

আজ মঙ্গলবার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।


চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল বিভাগের পরিচালক এবং সকল জেলার জেলা কমান্ড্যান্টদের দিনব্যাপী প্রশিক্ষণ আগামী ১৫ ডিসেম্বর ঢাকায় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে প্রতি বিভাগ হতে একজন পরিচালক এবং প্রতি জেলা থেকে একজন জেলা কমান্ড্যান্ট অংশগ্রহণ করবেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top