সিডনী রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


দিনের তাপমাত্রা বেড়েছে, কমেছে শীতের অনুভূতি


প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৪ ১৫:১২

আপডেট:
১২ মে ২০২৪ ২৩:১৭


দেশজুড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে কয়েক দিন ধরে। ঘন কুয়াশার কারণে সারা দিনেও দেখা মিলছিল না সূর্যের। তবে গতকাল সোমবার দেশের অনেক অঞ্চলেই কমবেশি কিছু সময়ের জন্য হলেও উঁকি দিয়েছে সূর্য। এতে দিনের তাপমাত্রা কিছুটা বেড়ে, সামান্য কমেছে শীতের অনুভূতি।


আবহাওয়াবিদরা বলছেন, আজ মঙ্গলবার আরো কিছুটা বেশি সময় ধরে সূর্যের উত্তাপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে চলমান শীত পরিস্থিতির আরো কিছুটা উন্নতি হতে পারে। তবে আগামী কিছুদিন শীতের অনুভূতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ এ কে এম নাজমুল হক গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘দেশের অনেক অঞ্চলে সূর্য ওঠায় দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছে।


ফলে দিনের বেলা শীতের অনুভূতি কিছুটা কমেছে। এর ধারাবাহিকতায় আগামীকালও (আজ) পরিস্থিতির আরো কিছুটা উন্নতি হতে পারে। দেশের অনেক অঞ্চলে, বিশেষ করে সকাল ১১টা-১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সূর্যের দেখা মিলতে পারে। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে শীতের অনুভূতি কিছুটা কমতে পারে।



আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ঢাকায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি, গতকাল ছিল ২১.৪ ডিগ্রি। অন্যদিকে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি, গতকাল ছিল ১৪.৮ ডিগ্রি। অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ০.৮ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রিরও বেশি। ফলে শরীরে শীতের অনুভূতি কিছুটা হলেও কমেছে।

পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

এদিকে আবহাওয়া অফিস বলছে, আগামী বৃহস্পতি ও শুক্রবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


এতে তখন রাতের তাপমাত্রা কমতে পারে। তবে বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে লম্বা সময়ের জন্য সূর্যের দেখা পাওয়া যেতে পারে। বাড়বে দিনের তাপমাত্রা। এ কারণে শীত তীব্র হওয়ার আশঙ্কা কম।

গতকাল মাদারীপুর, গোপালগঞ্জ, দিনাজপুর, বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ (৮ থেকে ১০ ডিগ্রি) বয়ে গেছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বরিশালে ৯ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে ৯.৫, গোপালগঞ্জে ৯.৮ এবং মাদারীপুর ও ভোলায় ১০ ডিগ্রি। মৃদু শৈত্যপ্রবাহের কাছাকাছি পরিস্থিতি ছিল আরো কয়েকটি অঞ্চলে। সামগ্রিকভাবে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ থেকে ১৫ ডিগ্রির মধ্যে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা। আগামীকাল বুধবার রাতের তাপমাত্রা বাড়তে পারে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top