সিডনী শনিবার, ১১ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


ঘুষ যে দেবে এবং যে নেবে দুজনেই অপরাধী: প্রধানমন্ত্রী


প্রকাশিত:
১৮ আগস্ট ২০১৯ ২৩:০১

আপডেট:
১১ মে ২০২৪ ২১:৪০

ঘুষ যে দেবে এবং যে নেবে দুজনেই অপরাধী: প্রধানমন্ত্রী

প্রভাত ফেরী ডেস্ক: ঘুষ যে নেবে এবং ঘুষ যে দেবে উভয়েই অপরাধী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণে উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।



আজ রবিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলনকক্ষে কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে পবিত্র ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে কথা বলেন প্রধানমন্ত্রী।



প্রধানমন্ত্রী বলেন, ‘সম্পদের তো সীমা আছে। মানুষ আসলে অন্ধ হয়ে যায় অর্থের জন্য। কিন্তু এটা ভুলে যায় যে মরে গেলে কিছু সাথে নেওয়া যাবে না, কবরে একাই যেতে হবে।’ 



ঘুষ গ্রহীতার পাশাপাশি ঘুষদাতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে ঘুষ দেবে সেও যেমন দোষী, যে নেবে সে দোষী। তাহলে এভাবে যদি আমরা ব্যবস্থা নিতে পারি, এটা নিয়ন্ত্রণ করলে আমাদের অনেক কাজ আমরা দ্রুত করতে পারবো।’ 



দুর্নীতি দমন করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) যথেষ্ট সক্রিয় আছে বলেও জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সচিবসহ কার্যালয়ের কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top