সিডনী শনিবার, ১১ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


আপিল বিভাগের স্থগিতাদেশে নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশে বাধা নেই


প্রকাশিত:
২০ আগস্ট ২০১৯ ২২:০৯

আপডেট:
১১ মে ২০২৪ ২২:৪৮

আপিল বিভাগের স্থগিতাদেশে নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশে বাধা নেই

প্রভাত ফেরী ডেস্ক: নবম ওয়েজবোর্ডের চূড়ান্ত গেজেট প্রকাশে স্থিতাবস্থা জারি করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এতে করে সংবাদপত্রের সাংবাদিক কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।



নবম ওয়েজ বোর্ডের চূড়ান্ত গেজেট প্রকাশে দুই মাসের স্থিতাবস্থা জারি করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ আদেশ দেন।



গতকাল সোমবার শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ আদেশের জন্য দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এফ হাসান আরিফ।



প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শুনানীর সময় বলেন, সাংবাদিক ছাড়া গণমাধ্যম মালিকদের অস্তিত্ব নেই।



অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে বলেন, সাংবাদিকদের বেতন না দেওয়ার লক্ষ্যেই মামলা করা হয়েছে। ওয়েজবোর্ডের গেজেট হওয়ার পর ১৪ দিনের মধ্যে আপত্তি জানানোর সুযোগ আছে। কিন্তু সে গেজেটই তো হয়নি। তার আগেই রিট করা হয়েছে।



পরে আদালত নবম ওয়েজবোর্ডের চূড়ান্ত গেজেট প্রকাশে স্থিতাবস্থা জারি করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের আদেশের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন।



এর আগে গত আগস্ট সাংবাদিক সংবাদপত্রের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে গঠিত নবম ওয়েজবোর্ডের চূড়ান্ত গেজেট প্রকাশের ওপর দুই মাসের স্থিতাবস্থা জারি করেন হাইকোর্ট।



বিচারপতি ওবায়দুল হাসান বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।



গত আগস্ট সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের পক্ষে সংগঠনটির সভাপতি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বিষয়ে রিট করেন।



গত ২৫ জুলাই সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, নবম ওয়েজবোর্ডের সুপারিশ চূড়ান্ত হয়েছে। মন্ত্রিসভা অনুমোদন করলে তা গেজেট আকারে প্রকাশ করা হবে। চূড়ান্ত গেজেট প্রকাশের আশঙ্কা থেকেই এই রিট করা হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top