সিডনী রবিবার, ১২ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


২৪ ঘন্টায় সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭, আহত অর্ধশতাধিক


প্রকাশিত:
২৫ আগস্ট ২০১৯ ২১:৪৯

আপডেট:
১২ মে ২০২৪ ০১:৩৭

২৪ ঘন্টায় সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭, আহত অর্ধশতাধিক

প্রভাত ফেরী ডেস্ক: সড়ক দুর্ঘটনায় গত ২৪ ঘন্টায় সারাদেশে ১৭ জন নিহত এবং প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন। এরমধ্যে  ফরিদপুরের সদরে সেতু থেকে বাস খাদে পড়ে ৮ জন ও নগরকান্দায় বাসচাপায় তিনজন, দিনাজপুরের হিলিতে মোটরসাইকেলের ধাক্কায় একজন, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় একজন, বগুড়ায় বাস উল্টে একজন সেনাসদস্য, ঠাকুরগাঁওয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে একজন হেলপার, পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় কলেজছাত্র এবং ঢাকার আশুলিয়ায় বাসচাপায় নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।



গতকাল শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।



ফরিদপুর : ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুর সোয়া দুইটার দিকে ঢাকা-ফরিদপুর মহাসড়কের ফরিদপুর সদরের ধুলদী রেলগেট এলাকায় সেতু থেকে বাস পড়ে আটজন এবং বিকেল পৌনে তিনটার দিকে নগরকান্দা উপজেলার তালমা মোড়ে বাসচাপায় তিনজন নিহত হন।



পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে কমফোর্ট লাইনের যাত্রীবাহী একটি বাস গোপালগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে ধুলদি ব্রিজের কাছে বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় সামনের এক ব্রিজের রেলিং ভেঙ্গে বাসটি নিচে পড়ে উল্টে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের ছয়জন যাত্রী নিহত হয়। দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মারা যায় আরও দুজন।



এদিকে বিকেল পৌণে তিনটার বরিশাল-ফরিদপুর মহাসড়কের নগরকান্দা উপজেলার তালমা মোড়ে আর কে পরিবহনের নামে একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রী মা ও ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হয়। এছাড়া ওই বাসটি আরেকটি মাহেন্দ্রকে চাপা দিলে মাহেন্দ্রর পাঁচযাত্রী আহত হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যায় আবুল সিকদার নামের এক পথচারী। খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।



দিনাজপুর : দিনাজপুরের হিলি বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় নজরুল ইসলাম (৬০) নামে ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় একজন ট্রাক শ্রমিক। আজ শনিবার দুপুরে হিলি বন্দরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।



হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় আজাদ মিয়া (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টায় উপজেলার অলিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বারগিরা গ্রামের মোহন মিয়ার ছেলে। সে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রাণ কস্পানিতে শ্রমিক হিসাবে কর্মরত ছিল।



বগুড়া : শনিবার দুপুরে রংপুর-বগুড়া মহাসড়কে শিবগঞ্জ উপজেলার রহবল নামক স্থানে এক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে গেলে ঘটনাস্থলে এক সেনাসদস্য নিহত এবং ছয়জন আহত হয়েছে।



ঠাকুরগাঁও : চালকের অসতর্কতা ও অদক্ষতার কারণে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন গাড়ির হেলপার মো. ইউসুফ (৩৪)। তার বাড়ি চাঁদপুর জেলায়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১২ যাত্রী।



পাবনা : কলেজ থেকে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটো রিকশার যাত্রী কলেজছাত্র ইমন (১৭) নিহত ও তার বন্ধু সম্রাট (১৭) এবং অটোরিকশা চালক মোয়াজ্জেম হোসেন (৩০) গুরুতর আহত হয়েছেন।



প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কলেজের কয়েকজন ছেলে মেয়ে দাশুড়িয়ার দিক থেকে মুন্নার মোড়ে এসে একজন ছাত্রীকে নামিয়ে দেয়। অটোটি নিহত ইমনের বাড়ির দিকে যাওয়ার জন্য রাস্তায় মোড় নেওয়ার চেষ্টা করে। এই সময় কুষ্টিয়া থেকে ঢাকা গামী দ্রুতগতিতে আসা যাত্রীবাহী একটি বাস অটোটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।



ঢাকা : সাভারের আশুলিয়ায় বাসচাপায় মন্জুরুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি সংস্থার নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। আজ শনিবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top