সিডনী রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


ডিএমপির নতুন কমিশনার শফিকুল ইসলাম


প্রকাশিত:
২৯ আগস্ট ২০১৯ ০৬:৩২

আপডেট:
১২ মে ২০২৪ ১০:০১

ডিএমপির নতুন কমিশনার শফিকুল ইসলাম

প্রভাত ফেরী ডেস্ক: অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার করা হয়েছে।



বুধবার (২৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।



রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত পুলিশ পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হলো।



১৯৬২ সালের ৩০ অক্টোবর জন্ম নেওয়া মোহাম্মদ শফিকুল ইসলামের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায়। তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাকরিকালে তিনি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, অ্যান্টি টেরোরিজম ইউনিটের প্রধান, সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।



বুধবার প্রজ্ঞাপন জারি করা হলেও এখনই দায়িত্ব নিচ্ছেন না নবনিযুক্ত কমিশনার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমান কমিশনার আছাদুজ্জামান মিয়ার বর্ধিত মাসের দায়িত্ব আগামী ১৩ সেপ্টেম্বর শেষ হচ্ছে। এর পরদিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন শফিকুল ইসলাম।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top