সিডনী শনিবার, ১১ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


হঠাৎ ১০ মিনিট অন্ধকারে শাহজালাল বিমানবন্দর 


প্রকাশিত:
৩০ আগস্ট ২০১৯ ০৯:৪৪

আপডেট:
১১ মে ২০২৪ ২১:৫০

হঠাৎ ১০ মিনিট অন্ধকারে শাহজালাল বিমানবন্দর 

প্রভাত ফেরী ডেস্ক: হঠাৎ অন্ধকার হয়ে যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। টার্মিনালজুড়ে বিদ্যুৎ নেই। ১০ মিনিট অন্ধকার ছিল ইমিগ্রেশনসহ পুরো বিমানবন্দর।



বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয় বিমানবন্দরে। মুহূর্তে সব অন্ধকার হয়ে যায়। এ সময় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে লিফটে আটকা পড়েন।



এভাবে ১০ মিনিট কেটে যায়। দুপুর ১২টা ১০ মিনিটে বিদ্যুৎ সচল হয়। তখন সবার মধ্যে স্বস্তি ফিরে আসে। তবে বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানা যায়নি। এর আগেও ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর বিমানবন্দরে হঠাৎ করেই বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয়। এতে প্রায় আধাঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল বিমানবন্দরটি। এ কারণে ভোগান্তিতে পড়তে হয় বিমানের যাত্রীদের। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটও আটকা ছিল বলে অভিযোগ করেন ভোগান্তিতে পড়া যাত্রীরা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top