সিডনী রবিবার, ১২ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


রওশন বিরোধীদলীয় নেতা, জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২৪

আপডেট:
১২ মে ২০২৪ ০১:৫৭

রওশন বিরোধীদলীয় নেতা, জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান

প্রভাত ফেরী ডেস্ক: আগামী জাতীয় কাউন্সিল পর্যন্ত জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে থাকবেন রওশন এরশাদ। এর মাধ্যমে জাতীয় পার্টির ভাঙন শেষ পর্যন্ত রক্ষা পেয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।



সংবাদ সম্মেলনে তিনি জানান, দলের কয়েকজন সংসদ সদস্য ও প্রেসিডিয়াম মেম্বার নিয়ে তারা একটি কমিটি গঠন করেছিলেন। এ কমিটি গঠনে জিএম কাদের ও রওশন এরশাদ দুজনেরই সম্মতি ছিল।



রাঙ্গা বলেন, ‘শনিবার (৭ সেপ্টেম্বর) রাতের বৈঠকে আমরা সমঝোতায় পৌঁছেছি যে, রওশন এরশাদ বিরোধী দলীয় নেতা এবং দলের আগামী কাউন্সিল পর্যন্ত জিএম কাদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। আমি মহাসচিবের দায়িত্ব পালন করবো।’ তিনি বলেন, ‘সংসদে বিরোধী দলীয় নেতার বিষয়টি চূড়ান্ত করতে আজকের মধ্যেই স্পিকারকে চিঠি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে। যদি দেওয়া সম্ভব না হয়, তবে আগামী সংসদ অধিবেশনে চিঠি দেওয়া হবে।’



রংপুর-৩ আসনে জাতীয় পার্টি থেকে কে প্রার্থী হবেন জানতে চাইলে জাপা মহাসচিব বলেন, ‘কে জাতীয় পার্টির প্রার্থী হবেন, তা দলের চেয়ারম্যান ও মহাসচিব বসে পরে ঠিক করবেন।’জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর দলটির নেতৃত্ব নিয়ে টানপোড়েনের মধ্যে এমন সিদ্ধান্ত জানালেন মশিউর রহমান রাঙ্গাঁ।



রাঙ্গাঁ বলেন, ‘জাপার দুটি অংশই আমাকে মহাসচিব হিসেবে চেয়েছিল। আর দলের সংকটে আমি সেই দায়িত্ব পালনের চেষ্ট করেছি। আশা করছি দলের ভাঙন রক্ষার পাশাপাশি সবধরনের সমস্যাও মিটে যাবে। দল যে ভাঙনের দিকে যাচ্ছিল তা শেষ পর্যন্ত রক্ষা পেয়েছে এটা বলতে পারি।



গত তিনদিন কোথায় ছিলেন জনতে চাওয়া হলে রাঙ্গা বলেন, পিতা-মাতা যখন ঝগড়া করেন, তখন সন্তানরা বড় বিপদে পড়ে যায়। দলের বড় ভাই হিসেবে তাই তিনদিন আড়ালে ছিলাম। তবে চলমান বিরোধ মেটাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে গিয়েছি। এই প্রচেষ্টার ফলেই গতকাল বৈঠকের আয়োজন করতে পেরেছি।



এসময় আরও উপস্থিত ছিলেন, জাপার প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলা, রেজাউল ইসলাম ভূইয়া প্রমুখ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top