সিডনী রবিবার, ১২ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


বৃহস্পতিবার আসছে ‘রাজহংস’, শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৫০

আপডেট:
১২ মে ২০২৪ ০৪:৪০

বৃহস্পতিবার আসছে ‘রাজহংস’, শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রভাত ফেরী ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বৃহস্পতিবার যুক্ত হতে যাচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ নতুন চতুর্থ ও শেষ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ ‘রাজহংস’।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার আনুষ্ঠানিকভাবে ড্রিমলাইনারটি উদ্বোধন করবেন।



এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস।



বিজ্ঞপ্তিতে জানানো হয়,  বিমানটি দেশে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্রতিনিধিদল সিয়াটলে বোয়িং কোম্পানির এভারটে ডেলিভারি ও অপারেশন্স সেন্টারে পৌঁছেছেন।



সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, টানা ১৬ ঘণ্টা উড়তে সক্ষম এই ড্রিমলাইনার অন্যান্য বিমানের তুলনায় ২০ শতাংশ জ্বালানি সাশ্রয়ী হবে। রাজহংসর আসনসংখ্যা ২৭১।



বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে সর্বশেষ যুক্ত হতে যাওয়া চারটি ড্রিমলাইনারের নাম পছন্দ ও বাছাই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো হলো- আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস।



এ ছাড়া কানাডা কমার্শিয়াল কোম্পানি থেকে স্বল্পপাল্লার তিনটি নতুন ড্যাশ ৮-কিউ ৪০০ কিনেছে। এগুলো ২০২০ সালের মার্চ থেকে জুন মাসের মধ্যে বিমানবহরে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top