সিডনী শনিবার, ১১ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


বিশ্ব নারী নেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৫৫

আপডেট:
১১ মে ২০২৪ ১২:০৯

বিশ্ব নারী নেতৃত্বের তালিকায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রভাত ফেরী ডেস্ক: ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যুক্তরাজ্যের মার্গারেট থ্যাচার ও শ্রীলঙ্কার চন্দ্রিকা কুমারাতুঙ্গার রেকর্ড ভেঙে বিশ্বের শীর্ষ নারী নেতৃত্বের তালিকায় স্থান করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   



 ভারতীয় বার্তাসংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া এক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।  প্রতিবেদনটি তৈরি করা হয় উইকিলিকসের এক জরিপের ভিত্তিতে।   



 জরিপে বলা হয়, একমাত্র সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা ব্রিটেনের মার্গারেট থ্যাচারের রেকর্ড অতিক্রম করেছেন। থ্যাচার ১৯৭৯ সালের ২৮ নভেম্বর থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ১১ বছর ২০৮ দিন ব্রিটেন শাসন করেছিলেন। আর তিনি টানা প্রায় ১২ বছর সরকার প্রধান হিসেবে আছেন।  



উইকিলিকসের সাম্প্রতিক জরিপে বলা হয়েছে, সেন্ট লুসিয়ার গভর্নর জেনারেল ডেম পিয়ারলেট লুই হলেন দীর্ঘকালীন দায়িত্ব পালনকারী নারীপ্রধান। তিনি ১৯৯৭ সালের ১১ সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ক্ষমতায় ছিলেন। অর্থাৎ তিনি ২০ বছর ১০৫ দিন দেশে রাজত্ব করেছিলেন। তবে তিনি বিশ্ব রাজনীতিতে খুব বেশি বিখ্যাত নন।  শেখ হাসিনা ২০১৯ সালের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।  তিনি ইতোমধ্যে প্রধানমন্ত্রী হিসেবে ১৫ বছর পূর্ণ করেছেন এবং এখন তিনি তার চতুর্থ মেয়াদের এক বছরের মধ্যে রয়েছেন।



ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ার প্রতিবেদন আরো বলা হয়, ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ১৫ বছরের বেশি ক্ষমতায় ছিলেন। মার্গারেট থ্যাচার যুক্তরাজ্য শাসন করেছেন ১১ বছর ২০৮ দিন। আর চন্দ্রিকা কুমারাতুঙ্গা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ছিলেন ১১ বছর ৭ দিন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top