সিডনী রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


দেশের ৫ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০১৯ ০৭:০১

আপডেট:
১২ মে ২০২৪ ১৪:৫৮

দেশের ৫ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রভাত ফেরী ডেস্ক: দেশের পাঁচ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবন থেকে জেলা প্রশাসকদের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী হরিপুর, ঘোড়াঘাট, কোম্পানীগঞ্জ, রূপগঞ্জ ও নারায়ণগঞ্জ সদরসহ দেশের ০৫টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধনের পাশাপাশি ১টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উদ্বোধন করেন। বিভিন্ন জেলা থেকে পাওয়া খবরসমূহ...



ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে।



গতকাল বুধবার হরিপুর উপজেলা পরিষদের নব-নির্মিত অডিটরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, স্থানীয় মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, আদিবাসী নেতা শনিরাম হেমরম। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম), জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুহ: সাদেক কুরাইশী, সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠুসহ আ’লীগের বিভিন্ন সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



দিনাজপুর: বুধবার গণভবন থেকে জেলা প্রসাশকের কক্ষে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ঘোড়াঘাট উপজেলার ফলক উম্মোচন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। বিদ্যুত বিভাগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম, বিদ্যুৎ জ্বালানী খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণলয়ের উপ-সচিব ইয়াসমিন বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জয়নুল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মো. মাহফুজুল আলমসহ অন্যান্যরা।



প্রসঙ্গত, ঘোড়াঘাট উপজেলায় ৭১৬ কিলোমিটার বিদ্যুত লাইন, একটি উপকেন্দ্র, ১৫১টি গ্রামে ৩৫ হাজার ৫২২টি সংযোগ দেয়া হয়েছে। ব্যয় হয়েছে ১০৮ কোটি টাকা।



নোয়াখালী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দুপুর ১২টায় গণভবন থেকে নোয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোম্পানীগঞ্জ উপজেলার শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।



কোম্পানীগঞ্জ উপজেলার ৪২টি গ্রামে ১২৮৪ কিলোমিটার বিদ্যুৎ লাইন ও ৪৪ হাজার সংযোগের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হয়েছে।



এসময় নোয়াখালী বিদ্যুৎ বিভাগের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার মো.আলমগীর হোসেন, পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, নোয়াখালী পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার গোলাম মোস্তফাসহ অন্যান্যরা।



জামালপুর : জামালপুর জেলায় আরো একটি ১১৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টার সময় প্রধানমন্ত্রী গণভবন থেকে সরাসরি জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ইউনাইটেড পাওয়ার গ্রুপের স্থাপিত ১১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির আনুষ্ঠানিক  উদ্বোধন ঘোষনা করেন।



ইউনাইটেড পাওয়ার লিমিটেড জামালপুর সদর উপজেলার চর যথার্থপুরে ১১৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি স্থাপন করেন। কোম্পানী সুত্রে জানা যায়, ৬.২ একর জমিতে স্থাপিত এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে তাদের ব্যয় হয়েছে প্রায় ৬’শ ৬০ কোটি টাকা। ১২ টি ইঞ্জিন চালিত এই বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানী হিসেবে ব্যবহার করা হয় ফার্নেস ওয়েল। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি থেকে এই কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ বাণিজ্যিক ভাবে জাতীয় গ্রীডে যোগ হচ্ছে।



জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ এনামুল হক, পুলিশ সুপার মো.দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম(বার), জামালপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খন্দকার কামরুজ্জামান প্রমুখ।   



নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ও নারায়ণগঞ্জ সদর এলাকায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।



বুধবার গণভবন থেকে জেলা প্রসাশকের কক্ষে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই উদ্বোধন করেন। এসময় নানান পেশার মানুষের সাথে কথাও বলেন তিনি। একজন ছাত্রীর বক্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে অনেক সম্পদশালী লোক আছে জানিয়ে এ জেলায় বেসরকারীভাবে কেউ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাইলে আমরা অনুমতি দিবো।



উল্লেখ্য, ওই ছাত্রী নারায়ণগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top