সিডনী রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


আজ থেকে শুরু হয়েছে ঢাবিতে ভর্তিযুদ্ধ


প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫৪

আপডেট:
১২ মে ২০২৪ ০৬:২৫

আজ থেকে শুরু হয়েছে ঢাবিতে ভর্তিযুদ্ধ

প্রভাত ফেরী ডেস্ক: আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর)  ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ' ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে এ বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ।  সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫৬টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।



ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান ব্যবসায় শিক্ষা অনুষদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।



বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এবার অনিয়ম ঠেকাতে বেশ সতর্ক অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষায় প্রশ্নের ধরন পরিবর্তন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো, কেন্দ্রের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি ইত্যাদি পদক্ষেপ নেয়া হয়েছে। পরীক্ষা চলাকালে ভ্রাম্যমান আদালত দায়িত্ব পালন করছেন।



বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.এ কে এম গোলাম রব্বানী বলেন, কঠোর নিরাপত্তার মধ্যে আমরা ভর্তি পরীক্ষা শুরু করেছি। প্রক্টরিয়াল বডি, মোবাইল টিম, আইনশৃঙ্খলা বাহিনী, বিএনসিসিসহ সবাই সমন্বিতভাবে কাজ করছে।



‘গ’ ইউনিটে ১২৫০টি আসনের বিপরীতে আবেদনকারীর ২৯,০৫৮জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবে। প্রতি আসনের বিপরীতে লড়াই করবে ২৩জন ভর্তিচ্ছু।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top