সিডনী রবিবার, ১২ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


সাকিবের পাশে আছে বিসিবি: প্রধানমন্ত্রী


প্রকাশিত:
৩০ অক্টোবর ২০১৯ ০৪:১১

আপডেট:
১২ মে ২০২৪ ০৫:১৮

সাকিবের পাশে আছে বিসিবি: প্রধানমন্ত্রী

প্রভাত ফেরী ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটের অস্থিরতা কমছে না। বরং নতুন ইস্যুতে আরও টালমাটাল দেশের ক্রিকেট। নতুন ধাক্কা হয়ে এসেছে সাকিবের ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার বিষয়টি আইসিসি কিংবা বিসিবিতে না জানানোর খবরে। এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সাকিব ভুল করলেও তিনি পাশে থাকবেন।



জুয়াড়ির কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর সে প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ওই তথ্য গোপন করায় আইসিসির শাস্তির মুখে পড়তে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবের পাশে থাকলেও সরকারের পক্ষ থেকে খুব বেশি কিছু করার নেই বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



মুস্তাফিজ শফির এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের পত্রিকার নিউজে দেখেছি আমি সবকিছু্। বিসিবি সব সময় সাকিবের সঙ্গে আছে। তাকে সব ধরনের সহযোগিতা দেবে।



তিনি বলেন, ‘ওর যেটা উচিত ছিল, ওর সঙ্গে যখন যোগাযোগ করেছিল (সাকিব) বিষয়টিকে গুরুত্ব দেয়নি। আসলে একটা ভুল করেছে। আইসিসি যদি কোনো ব্যবস্থা নেয় আমাদের আসলে কিছু করার থাকে না।



শেখ হাসিনা বলেন, একটা ভুল সে করেছে এটা ঠিক। বিসিবি বলেছে তার পাশে তারা থাকবে। খুব বেশিকিছু যে করণীয় আছে সেটা কিন্তু নয়।



আমি কিছুই জানি না: পাপন



 'আমি এখনো কিছুই জানি না, বিসিবি'কে জানালে জানাবো'; জুয়াড়ির প্রস্তাব গোপন করার ইস্যুতে আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে পারেন সাকিব, না হতে পারে ভারত সফর- এই ইস্যুতে এমন মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।



বিসিবি সভাপতি বলেন, 'এই পর্যন্ত আমি কিছুই জানি না, কিছু না ঘটলে কিভাবে জানাবো। এখন বিসিবি'তে যাচ্ছি, সেখানে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করবো।



এদিকে, জুয়াড়ির প্রস্তাব গোপন করার ইস্যুতে আইসিসির নিষেধাজ্ঞার বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসি' চিঠির অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি।



বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ভারত সফরের জন্য সাকিবের বিকল্প ভেবে দল ঠিক করা আছে।



আর, সাকিব আল হাসানের পাশে থাকার কথা জানিয়েছেন যুব ক্রিড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি আরও বলেন, 'বিকেল নাগাদ আইসিসির সিদ্ধান্ত আসতে পারে। সাকিবকে সর্বাত্মক সহযোগিতা করবে মন্ত্রণালয়।'


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top