সিডনী শনিবার, ১১ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


সুনির্দিষ্ট তারিখ নয়, মুজিববর্ষেই পদ্মাসেতু চালু হবে: প্রধানমন্ত্রী


প্রকাশিত:
৩০ অক্টোবর ২০১৯ ২২:৪৫

আপডেট:
১১ মে ২০২৪ ১০:৩৯

সুনির্দিষ্ট তারিখ নয়, মুজিববর্ষেই পদ্মাসেতু চালু হবে: প্রধানমন্ত্রী

প্রভাত ফেরী ডেস্ক: মুজিব বর্ষে পদ্মা সেতু উদ্বোধন করা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পদ্মাসেতু উদ্বোধনের কোনও সুনির্দিষ্ট সময় বলা যাবে না। পদ্মা সেতুর পুরো প্রক্রিয়াটাই হাইলি টেকনিক্যাল বিষয়। সেতুর নিচের অংশে ট্রেন, ওপরে অংশে গাড়ি চলবে। এটার টেকনোলজিটাই ভিন্ন।



শেখ হাসিনা বলেন, পদ্মাসেতু হাইলি টেকনিক্যাল একটি কাঠামো। সুনির্দিষ্ট ময়সীমা বেঁধে দিয়ে এই কাজ করা যায় না। পৃথিবীতে অ্যামাজনসহ যতগুলো খরস্রোতা নদী আছে, কোনো নদীর ওপর আজ পর্যন্ত কেউ কোনো ব্রিজ করতে পারেনি। কিন্তু আমরা এটা সাহস করে করছি। আমরা কাজ করে যাচ্ছি। জন্মশতবার্ষিকীর সময়ই এটা চালু হবে। তবে এর কোনো সুর্নিদিষ্ট তারিখ বলা যাবে না।



নদীর চরিত্রও একটা বড় ব্যাপার উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পদ্মা সবচেয়ে খরস্রোতা নদী। একটা বর্ষার পরেই নদীর চরিত্র বদলায়। পলি পড়ে। গতিপথ পরিবর্তন হয়। এসব কারণে অনেক দিন কাজ বন্ধও রাখতে হয়েছিল। তাই পদ্মা সেতুর কাজ শেষ করার বিষয়টি অনেক কিছুর ওপরও নির্ভর করে।



মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে ন্যাম সম্মেলনে যোগদান পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে কথা বলেন।



মুজিব বর্ষের মধ্যেই বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে বিচার নিশ্চিত করা সম্ভব কিনা এমন আরেকটি প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমেরিকার সঙ্গে আলোচনা চলছে। প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠিও দিয়েছিলাম ব্যাপারে। নূর আছে কানাডায়, তার ব্যাপারেও কানাডা সরকারের সঙ্গে কথা চলছে। ট্রুডোর (কানাডার প্রধানমন্ত্রী) সঙ্গেও কথা হয়েছে। তিনি বলেছেন- ব্যক্তিগতভাবে তিনিও এরকম নৃশংস ঘটনার বিচার চান। কিন্তু তাদের দেশের আদালতের কিছু নিয়মের কারণে প্রতিবন্ধকতা আছে। বিশ্বের অনেক দেশই এখন মৃত্যুদণ্ড রহিত করেছে। যেহেতু তারা (খুনিরা) মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাই সেই ছুতোয় তারা দেশে না ফেরার কৌশল অবলম্বন করছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top