সিডনী শনিবার, ১১ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


স্বল্প সুদে মুক্তিযোদ্ধাদের ঋণ দেওয়ার সিদ্ধান্ত সংসদীয় বৈঠকে


প্রকাশিত:
৩০ অক্টোবর ২০১৯ ২২:৫৩

আপডেট:
১১ মে ২০২৪ ১৬:৪৬

স্বল্প সুদে মুক্তিযোদ্ধাদের ঋণ দেওয়ার সিদ্ধান্ত সংসদীয় বৈঠকে

প্রভাত ফেরী ডেস্ক:  স্বল্প সুদে মুক্তিযোদ্ধাদের ঋণ প্রদান এবং রাজাকারদের তালিকা চূড়ান্ত করতে জেলা প্রশাসকদের মাধ্যমে তালিকা সংগ্রহের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে মুক্তিযুদ্ধের নাম ব্যবহারকারী সংগঠনগুলোকে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে সংগঠনগুলোর নাম, ঠিকানা রেজিস্ট্রেশন সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করার সুপারিশ করা হয়। ছাড়া যেসব জেলা-উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তালাবদ্ধ অবস্থায় আছে, সেগুলো খুলে দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।



মঙ্গলবার (২৯ অক্টোবর) একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অষ্টম বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।



বৈঠকে স্বল্প সুদে মুক্তিযোদ্ধাদের ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া গুলিস্তান শপিং কমপ্লেক্সের বর্তমান অবস্থা, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড গঠন, গজনবী রোড, কলেজ গেট মোহাম্মদপুরে অবস্থিত মুক্তিযোদ্ধা টাওয়ার-১-এর বরাদ্দ এবং গজনবী রোডের বাড়ি নম্বর ১/৬-এর সর্বশেষ অবস্থা, উপকমিটিগুলোর কার্যক্রমের সার্বিক অবস্থা এবং অন্যান্য বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করা হয়।



অপরদিকে ১৯৮০ সালে জন্মগ্রহণকারী মো. মিজানুর রহমানের নাম কীভাবে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট তালিকায় অর্ন্তভুক্ত হলো সে বিষয়ে জানতে চেয়েছে কমিটি। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত গ্রহণসহ পরবর্তী কার্যক্রম গ্রহণের বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়।



সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাজাকারদের তালিকা চূড়ান্ত করার বিষয় নিয়ে আলোচনা হয় স্থায়ী কমিটির বৈঠকে। আলোচনায় সিদ্ধান্ত হয়, এই তালিকা চূড়ান্ত করার জন্য নির্বাচন কমিশন সচিবালয় এবং প্রত্যেক জেলা প্রশাসককে চিঠি পাঠানো হবে। এর মাধ্যমে রাজাকারদের তালিকা সংগ্রহ করা হবে।



কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী .. মোজাম্মেল হক, সদস্য রাজি উদ্দিন আহমেদ, মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম) কাজী ফিরোজ রশীদ এবং ওয়ারেসাত হোসেন বেলাল বৈঠকে অংশ নেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top