সিডনী রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


মিরপুরের সেই বেলুন বিক্রেতা গ্রেফতার


প্রকাশিত:
৩১ অক্টোবর ২০১৯ ২২:৩৩

আপডেট:
১২ মে ২০২৪ ০৮:৫৯

মিরপুরের সেই বেলুন বিক্রেতা গ্রেফতার

প্রভাত ফেরী ডেস্ক: রাজধানীর রূপনগরে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে ছয় শিশু নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত বেলুন বিক্রেতা আবু সাইদকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।



বুধবার রাতে তাকে পঙ্গু হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজতে নেয়া হয়। এরপর চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে রূপনগর থানা পুলিশ।



বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।



তিনি বলেন, ‘বিস্ফোরণের ঘটনার পর সোহরাওয়ার্দীতে চিকিৎসাধীন ছিল আবু সাইদ। আমরা তাকে সেখান থেকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। চকবাজার থেকে কেমিক্যাল কিনে নিজেই গ্যাস উৎপাদন করে বেলুন ব্যবসা শুরু করার কথা স্বীকার করেছে সে। এর আগে সে একটি পোশাক কারখানায় এবং টেইলার্সের দোকানে কাজ করতো। সেই কাজ ছেড়ে রঙিন গ্যাস বেলুনের ব্যবসা শুরু করেছে ১৫-২০ দিন থেকে। সে আহত থাকায় বিস্তারিত কথা বলতে পারেনি। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।



তিনি আরো বলেন, ঘটনার পর থেকেই আমরা বেলুন বিক্রেতাকে খুঁজছিলাম। রাতে খবর পাই তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। সেখান থেকে তাকে হেফাজতে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি পুলিশি প্রহড়ায় চিকিৎসাধীন।



বুধবার মধ্যরাতে রূপনগর থানায় বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলা নম্বর ৩০। মামলায় বাদী হয় পুলিশ।



আবু সাইদের গ্রামেররবাড়ি চুয়াডাঙ্গা। মিরপুরের দুয়ারীপাড়া ভাড়া বাসায় থাকে।



উল্লেখ্য, বুধবার (৩০ অক্টোবর) বেলা ৩টার দিকে রাজধানীর মিরপুরের রূপনগরে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয় শিশু মারা গেছে। আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ১৪ জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top