সিডনী সোমবার, ১৩ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


লন্ডনে চিকিৎসার জন্য হাইকোর্টে খালেদা জিয়ার জামিন আবেদন


প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৩১

আপডেট:
১৩ মে ২০২৪ ০২:৩২

ফাইল ছবি

প্রভাত ফেরী: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। জামিন আবেদনে বলা হয়েছে, তাকে জামিন দেয়া হলে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডন যাবেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) খালেদা জিয়ার আইনজীবী সগীর হোসেন লিওন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে চ্যারিটেবল মামলায় গত ৩১ জুলাই বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করেছিলেন। এ আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করেন খালেদা জিয়া।

গত ৫ ডিসেম্বর মামলাটির শুনানি হয়েছিল। শুনানিতে খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট দাখিলে সময় চাওয়ায় আগামী ১২ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। কিন্তু সে আবেদনের শুনানি নিয়ে খালেদা জিয়াকে জামিন দেননি আপিল বিভাগ।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের সাত নম্বর কক্ষে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top